খানসামা, দিনাজপুর, প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা টু নীলফামারী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের শ্রমিক নিহত। মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে খানসামা গোবিন্দপুর এলাকার ছিমনিভাটা মোড়ে অটোভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় খানসামা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলেগিয়ে দুই জন কে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহসিনকে (২২) মৃত ঘোষণা করে। নিহতের বাড়ি খানসামা উপজেলা সুবর্নখুলী গ্রামের আজি মুন্সি পাড়ার ফজলুল হকের ছেলে মহসিন (২২) স্থানীয়রা জানান যে নিহত মহসিন নীলফামারী উত্তরা ইপিজেড এর একটি কোম্পানিতে শ্রমিক হিসাবে কাজ করতে। কাজ শেষ করে বাড়ী ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। আর একজন আহত ব্যাক্তি নিহত মহসিনের বোন জামাই বলে স্থানীয় সুত্রে জানা যায়। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, টিনবোঝাই একটি ট্রলির ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ট্রলিটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply