1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
এই প্রথম ছেলেদের পার্লার জীবননগর স্পেশাল জেন্টস পার্লার।
রবিবার, ২২ জুন ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগ, তিন লক্ষ টাকার মাছ নিধন সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা  মৌলিক কুলাউড়ায় স্কুলছাত্রী হত্যাকাণ্ডের রহস্য ১৮ ঘন্টায় উদঘাটন ঘাতক গ্রেফতার মহেশপুরে আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে হুমায়ুন কবির ভুঁইয়ার নামে মিথ্যা অভিযোগ কালীগজ্ঞে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন জুড়ীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে নীল বিদ্রোহের সাক্ষী খালিশপুর নীলকুঠি

এই প্রথম ছেলেদের পার্লার জীবননগর স্পেশাল জেন্টস পার্লার।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

আল আমিন মোল্লা জীবননগর অফিস। এই প্রথম ছেলেদের পার্লার জীবননগর স্পেশাল জেন্টস পার্লার। মেয়েদের পাশাপাশি ছেলেদের মধ্যেও রূপ সচেতনার বিষয়টি এখন সমানভাবে লক্ষণীয়। রূপসজ্জার বিষয়গুলো আগের মতো আর মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ছেলেরাও এখন মেয়েদের পাশাপাশি স্বাস্থ্য ও রূপ সচেতন। তাই ছেলেদের চাহিদার কথা মাথায় রেখে গেলো মে-এর ০১ নভেম্বর জীবননগর চ্যাংখালী রোড মহানগর সিনেমা হলের পাশে। চালু হলো জীবননগর স্পেশাল জেন্টস পার্লার । এখানে ছেলেদের জন্য জীবননগর স্পেশাল জেন্টস পার্লার-সুবিধা নিয়ে জীবননগর চালু হয়েছে জীবননগর স্পেশাল জেন্টস পার্লার এর নতুন শাখা। চুয়াডাঙ্গা জেলা ও ঝিনেদাহ জেলার ভিতরে ছেলেদের জেন্টস পার্লার যে সব গুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম পারসোনা অ্যাডামস। স্পা ও জিম সুবিধাসহ ছেলেদের অন্যান্য রূপসজ্জার সবধরনের সুবিধা থাকায় ইতিমধ্যেই নতুন হিসেবে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে এই পার্লারটি। এই এর ভিতরে রয়েছে নানান সুবিধা ও ভিন্ন ভিন্ন সেবার সুযোগ। এর মধ্যে কয়েকটির বিস্তারিত দেয়া হলোঃ চুল কাটা ও ফেসিয়াল এই পার্লারে ১০০ টাকায় চুল কাটানো থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মান সম্পন্ন সেবা রয়েছে। হেয়ার সেটিং যার মধ্যে-মাউস/জেল/ক্রিম ও স্প্রে রয়েছে, এর জন্য খরচ হবে মাত্র ২০০ টাকা। এবং কেউ যদি হেয়ার স্ট্রেইটেনিং করতে চান তিন মাসের জন্য তাহলে লাগবে ৫০০০ টাকার মতো এবং এক বছরে জন্য রিবন্ডিং করতে চাইলে খরচ হবে প্রায় ৪০০০ টাকা। এছাড়াও স্টাইলিশ হেয়ার কাট করতে চাইলে ২০০ টাকার মতো খরচ হবে। স্পা বা বডি ম্যাসাজ জীবননগর স্পেশাল জেন্টস পার্লার বিশেষভাবে যেই সুবিধাটি জনপ্রিয় তা হলো এখানে রয়েছে স্পা সার্ভিসের ব্যবস্থা। স্পা সার্ভিস হলো সম্পূর্ন শরীর ম্যাসাজের একটি প্যাকেজ। যেখানে হেয়ার কাট, ফেসিয়াল, বডি, ম্যাসাজ, ফুট ম্যাসাজ, মেনিকিউটর, পেডিকিউটর ইত্যাদি থাকে। এখানে সাধারণ বডি ম্যাসাজের ক্ষেত্রে এক ঘন্টার জন্য খরচ হবে ৬০০ টাকা। এখানে থাই বডি ম্যাসাজের সুবিধাও রয়েছে, এই ম্যাসাজটির জন্য দেড় ঘন্টায় খরচ হবে ৮০০ টাকা। অন্যান্য সুবিধা অন্যান্য আরও কিছু সুবিধা যা জীবননগর স্পেশাল জেন্টস পালার দিয়ে থাকে তা হলো- গ্রাহকদের সাথে অন্য কেউ আসলে তার সময় কাটানোর জন্য রয়েছে ম্যাগাজিন, পত্রিকা এবং টেলিভিশন। কেউ চাইলে আগের থেকেই বুকিং দিয়ে রাখতে পারবেন,এখানে সার্ভিস গ্রহণের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই সুবিধার জন্য কোন চার্জ বা ফি দিতে হয় না। এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং তাই গরমে অস্বস্তিতে পড়তে হবে না। এখানে বড়দের পাশাপাশি বাচ্চাদেরও সার্ভিস প্রদান করা হয়। খোলা ও বন্ধের সময় এই পার্লারটি পাবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এটি খোলা থাকে। ঠিকানা ও যোগাযোগের সুবিধার জন্য জীবননগর স্পেশাল জেন্টস পালার শাখা ঠিকানা : জীবননগর বাজার মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১-৫৯০২৪৭ এছাড়াও আমাদের আরও দুটি শাখা আছে সেইটা হলো : মেয়েদের জন্য রয়েছে বিউটি পার্লার জীবননগর স্পেশাল বিউটি পার্লার ঠিকানা মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১৫৯০২৪৭ এবং রয়েছে স্টুডিও ভিডিও করা হয় জীবননগর স্পেশাল স্টুডিও ভিডিও শাখার ঠিকানা : মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার ০১৯৬১৫৯০২৪৭ প্রো: মো: রাজ মিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST