মোঃশিহাব উদ্দিন মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে শমসেরনগর নগর বিমানবন্দর এলাকায় কেছুলুটি নামক গ্রামের সামাজিক বনায়নর ৩৮টি গাছ কর্তন করেছে স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ও ইউ কে রেষ্ট হাউজের কেয়ার টেকার নিজামের নেতৃত্বে এক দল বনদস্য। বন বিভাগ গাছের কিছু খন্ডাংশ জব্দ করে নিয়ে আসলেও বেশ কিছু খন্ডাংশ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা চোরাই মালের মদতদাতা আলতা মিয়ার করাত কলে মজুদ করে রাখা হয়েছে। রহস্যজনক কারনে বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুবৃত্তদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জানা যায়, বন বিভাগের কাছ থেকে পূব অনুমতি না নিয়েই গত সোমবার (৩০) অক্টোবর শমসেরনগর বিমানবন্দর এলাকায় কেছুলুটি গ্রামের রাস্তার পাশ্বে রোপিত সামাজিক বনায়নের ৩৮টি গাছ কর্তন করে নিজেদের হেফাজতে নেয়। সাংবাদিকরা একাধিক বার ফোনে যোগাযোগ করার পর বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে গাছের কিছু খন্ডাংশ জব্দ করে।
স্থানীয় প্রত্যক্ষদশীরা অভিযোগ করে বলেন, কেছুলেটি গ্রামের রাস্তার পাশ্ববতী সামাজিক বনায়নের গাছ কাটার অনুমতি ব্যতিত ছাড়াই যুবলীগ নেতা নিজাম উদ্দীন, কামরান ,হাসন বদিউর সহ স্থানীয় ও দু’জন বাসিন্দারা নিচ্ছেন। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, নিজাম সহ কামরান, হাসন, বদিউর আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পূক্ত ছিলেন। তারা আগের প্রভাবের মতো এখনো প্রভাব খাটিয়ে ৩৮টি আকাশ মনি গাছ কেটে নিয়ে যাচ্ছেন। কোন ধরনের অনুমতি ব্যতীত একাধিক গাছ কেটে ফেলায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি সাধিত হয়েছে।
অভিযোগের বিষয়ে নিজাম উদ্দীনের সাথে মোবাইল ফোনে কথা বললে,গাছ কাটার বিষয় টি আমি জানি না বলে এড়িয়ে গেলেন কে বা কারা গাছ কেটেছে এটি তাদের বিষয়।
এ ব্যাপারে রাজকাদি বনরেঞ্জ এর সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, সরেজমিন গিয়ে ৩৮টি কাটা গাছের গোড়া পাওয়া গেছে। এরমধ্যে চার, পাঁচটি গাছের খন্ডাংশ পাওয়া গেছে। বাকিগুলো সরিয়ে নিয়েছে। এব্যাপারে এখনো কোন মামলা হয়নি। তবে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করে মামলা দেওয়া হবে।
Leave a Reply