আবুল হাসান কোটচাঁদপুর উপজেলা ঝিনাইদহ ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল এর ৫৯ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। (১৮ ই অক্টোবর) বুধবার সকাল বেলা কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে এর উদ্যোগে আয়োজিত শেখ রাসেল এর ৫৯ তম শুভ জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রেলীর আয়োজন করা হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে সমবেত হয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়, কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাদিয়া আক্তার পিংকি খাতুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, প্রধান অতিথির বক্তব্যে বলেন আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট পুত্র শেখ রাসেল জন্ম গ্রহণ করেন। জাতির পিতার অতি আদরের সন্তান ছিলেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির পিতার সপরিবারে হত্যা করে দেশ কে নেতৃত্ব শূন্য করে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে এই হত্যাকান্ড চালিয়ে ছিল। সেই দিন ছোট শিশু প্রাণ বাঁচাতে একটা টেবিলের নিচে আত্মগোপন করে- ছিল শেখ রাসেল আকারে ছোট ছিল বলে তার পক্ষে নিজেকে লুকানো কিছুটা সহজ ছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ছোট রাসেলকে খুনিরা গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে টেবিলের তল থেকে বের করে আনেন। শেখ রাসেল বললো তোমরা আমাকে মেরো না।আমি মার কাছে যাবো।আমাকে আমার মার কা়ছে যেতে দাও। বুকে বন্দুকের নল চেপে ধরা নরপিশাচরা হো হো করে হেঁসে উঠেছিলো রাসেলের কথা শুনে। বললো,চল আমরা তোকে তোর মার কাছে পৌঁছে দিচ্ছি। বিশ্বাস করেছিলো রাসেল,অবিশ্বাস করার কোনো উপায় নেই, নরপিশাচরা কথা রেখেছিলো। তবে জীবিত মায়ের পাশে নয়, রাসেলকে নিয়ে গেলো তার নিহত মায়ের শয্যাপাশে। কিন্তু মা বলে চিৎকার করে ওঠার আগেই তারা ব্রাশফায়ার করে হত্যা করলো রাসেলকে। রাসেল লুটিয়ে পড়লো তার প্রিয় মায়ের বুলেটবিদীর্ণ দেহের উপর।
Leave a Reply