হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: অন্যরকম অনুভূতি ও প্রাণবন্ত উচ্ছ্বাসে মাধবপুর উপজেলার ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বহস্তে তৈরী গনিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শন করে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেঃ রফিকুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক দিকনির্দেশনায় নাবা এগ্রো বহুমুখী ফার্মের অর্থায়নে গতকাল সোমবার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হাসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন। শিশুদের গণিতভীতি দূরীকরণের লক্ষ্যে, অভিভাবকগণকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিখন শেখানো কার্যক্রমে সম্পৃক্তকরণ, গণিত শ্রেণি পাঠদান উপকরন ব্যবহারে সহজবোধ্য-আনন্দদায়ক করে তোলার লক্ষে ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালগুলো স্ব স্ব স্টলে বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ক পাঠ সহজ ও আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য ব্যবহৃত এ উপকরনগুলো প্রদর্শন ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন। মেলায় সকল বিদ্যালয়ের শিশুদের মাঝে অংক দৌড়, গণিত বিষয়ক কুইজ, বিভিন্ন গণিত শিখন পাজল, শিক্ষকদের মাঝে উপকরণ ব্যবহারে গনিত পাঠ উপস্থাপন, গণিত প্যাটার্ণ আঁকাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কামাল ও ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সজিবের যৌথ সঞ্চালনায় ও সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান,স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হেসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাবা বহুমুখি ফার্ম এর স্বত্বাধীকারী সফিউল বর খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামি ব্যাংক পিএলসি ধর্মঘর এজেন্ট শাখা স্বত্বাধীকারি মোঃ নজমুল হাসান, শিক্ষক নেতা কাউসার আহমেদ তাউছ , এরশাদ আলী,বিশ্বজিত ভট্টাচার্য্য, আশরাফুল হক, এখলাছুর রহমান, হাসান সালেহীন সজিব, জসিম উদ্দিন, মহিবুল হাসান, অর্জুন কুমার নাগ, মাহমুদুল হাসান রনি,সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম প্রমূখ। অনুষ্ঠানের সকল স্টল গুলোর মধ্যে ধর্মঘর মক্কা হজ্ব ট্রাভেলস্ এর পক্ষ থেকে পানি বিতরণ করেন মো: জাহিদুল আহসান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করেন। সবশেষে অনুষ্ঠিত হয় এ আয়োজনের সবচেয়ে আকর্ষনীয় ও বিশিষ্ট পর্ব, বিভিন্ন বিদ্যালয়ের গনিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শন করা ২৫ টি স্টল হতে ০১টি স্টলকে অর্থৎ শ্রেষ্ঠ গনিতবিদ বিদ্যালয়ের মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান। এবছর শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগমের হতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a Reply