খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বিষপান করে জীবন রায় (২২) এক যুবক আত্নহত্যা করেছেন। বুধবার (৩) মধ্যেরাতে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে ঘটনাটি ঘটে। জীবন রায় গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের তাঁতিপাড়ার বিমল রায়ের ছেলে। খোঁজ নিয়ে জানা যায় জীবন রায়ের প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকালে কয়েকজন কৃষক কাজে যাওয়ার পথে পাঠক্ষেতে তাকে মৃত অবস্থায় দেখতে পায় পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জানা যায়, প্রেমিকার বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ায় প্রেমিককে বললে সে তার বাবাকে বলে, তার বাবা ছেলের বয়স হয়নি বলে রাজি না হওয়ায় অভিমানে ছেলে আত্মহত্যা করে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন প্রেম ঘটিত কারেন বিষপানে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়ের পরিবার ওই ছেলে সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় আত্মহত্যা করে । এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply