গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন
শহিদুল ইসলাম খোকন বিশেষ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌর সভার প্রকৌশলী, উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটার অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, মশিউর রহমান,বৈষম্য ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার যুগ্ন আহবায়ক মোস্তাকিম, ছাত্র প্রতিনিধি তাহসিন প্রমুখ। আজ থেকে ৩ দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply