স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা জীহাদ (৩২) কে আঁটক করেছে চিরিরবন্দর থানার পুুলিশ।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধাার সময় উপজেলার ঘুঘুরাতলী বাজার থেকে তাকে আঁটক করা হয়। জুয়েল রানা জিহাদ (৩২) উপজেলার পলাশবাড়ী গ্রামের আবুল হোসেন এর ছেলে।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলাম বলেন, “চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের এক নেতাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে শনিবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে”।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “ছাত্রদলের সভাপতিকে তা আমি বলতে পারছি না। আমাদের নিয়মিত অভিযানে বিভিন্ন নাশকতার মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে”।
Leave a Reply