1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চুয়াডাঙ্গা জেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই।
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

চুয়াডাঙ্গা জেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার আর নেই।

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৯ Time View

 মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই। আজ শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস ‘আগামীর দর্পণ’কে এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। বিকেলে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। বর্ষীয়ান রাজনীতিক ও মুক্তিযোদ্ধা ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তাঁর পিতা মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার এবং মাতা মরহুমা আছিয়া খাতুন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা মহকুমা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৭৩ সালে জেলা যুবলীগ সভাপতি এবং ১৯৭৯ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে ট্রেনিং নিয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। রাজনৈতিক ক্যারিয়ার ছেলুন জোয়ার্দ্দার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য মনোনীত হন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, ফলে তিনি সংসদ সদস্যের পদ হারান। সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয়তা সোলায়মান হক জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সেক্রেটারি ছিলেন। তিনি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে চুয়াডাঙ্গাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST