মোঃ মুনাইম হোসেন, (জীবননগর) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় হামিদ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার শাখারিয়া পিচমোড় নামকস্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরে খুলনা নেওয়াে পথে তার মৃত্যু হয়। হামিদ মোল্লা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের আবুল মোল্লার ছেলে। বাঁকা গ্রামের মো. রফিক দৈনিক আগামীর দর্পণকে বলেন, হামিদ মোল্লা ইটভাটায় ইট পোড়ানোর কন্ট্রাক্টর হিসবে কাজ করেন। তিনি পিচমোড় মোল্লা বিক্সে এবার ইট পোড়ানোর কাজ নিয়েছিলেন। বিকেলে তিনি মোটরসাইকেলে ভাটা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি শাখারিয়া পিচমোড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাঙ্গা গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়। রাতে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply