স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা গুলোতে মাদকের রমরমা আঁকড়াখানা। ডাক নাম ফেন্সি, ফান্টু, ৬ ইঞ্চি যাই হোক না কেন পুরো নাম ফেন্সিডিল।জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে গোয়ালপাড়ায় প্রশাসন এর চোখ ফাঁকি দিয়ে অলিতে গলিতে চলছে জমজমাট ভাবে চলছে মাদকের ব্যবসা।এলাকা বাসীর কাছ থেকে যানা যায়, গোয়ালপাড়ায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল এবং প্রাইভেট করে অপরিচিত মানুষ আশে।কেনো আশে তা জিজ্ঞেস করলে বলেন ভারতীয় মাদক ফেনসিডিল খেতে এবং নিয়ে যেতে আশে। এ সময় তিনি (দৈনিক আগামী দর্পণকে) বলেন এই সব ব্যক্তিরা কার কাছ থেকে ভারতীয় ফেনসিডিল নামক মাদক নিতে আসে। দৈনিক আগামীর দর্পণকে তিনি বলেন এলাকার সবাই যানে কিন্তু কেও নাম বলতে চাই না তাদের ভয়তে। গোয়ালপাড়া গ্রামের একজন মুরুব্বী নাম বলতে অনিচ্ছুক কিন্তু তিনি বলেন আমাদের গোয়ালপাড়া গ্রামের ময়দুল এর ছেলে রাজু প্রকাশ্য তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।তিনি আরো বলেন এরা সব সীমান্ত বিজিবি মেনেজ করে এই সব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply