মোঃ আলামিন, মহেশপুর (ঝিনাইদহ) :- মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরের বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ১ হাজার ৮৬০টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (ভিজিএফ) এর চাল জন প্রতি ১০ কেজি সুষ্ঠভাবে বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউজ্জামান, প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, গণমাধ্যম কর্মী শামিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতায় মহেশপুরের আজমপুর ইউনিয়নে ১৮.৬ কেজি এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ১৮ দশমিক ৬ টন চাল। এ চাল ১ হাজার ৮৬০টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণের সিদ্ধান্ত হয়। সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা আর্জিনা বেগম বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারব। প্রশাসনিক কর্মকর্তা বদিউজ্জামান জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮৬০টি নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। দিনব্যাপী ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।
Leave a Reply