মোঃ মুনাইম হোসেন,(জীবননগর) প্রতিনিধি : দর্শনায় পৌর পিলখানায় পেটে বাছুরসহ গাভী গরু জবাই করায় নাসির উদ্দীন নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪/০১/২০২৫ মঙ্গলবার সকাল ১১টার দিকে দর্শনা পৌরসভার প্রসাশক নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত কসাই নাসির উদ্দীন দর্শনা রামনগর ঘুঘুডাঙ্গা পাড়ার বড়োর ছেলে। জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে দর্শনা পৌরসভার পিলখানায় একটি গাভীন গরু জবাই করেন নাসির কসাই। এ সময় পিলখানা পরিদর্শক মোমিনুল ইসলাম বিষয়টি দেখে পৌরসভার প্রসাশক কে এইচ এম তাসফিকুর রহমান ও পৌর ইঞ্জিনিয়ার সাজেদুল আলম, পৌর কর্মকতা হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাককে বিষয়টি অবহিত করেন। এ ঘটনা শোনার পর পৌরসভার প্রসাশক কে এইচ এম তাসফিকুর রহমান কসাই নাসির উদ্দীনকে থানায় সোপর্দ করার নির্দেশ দেন। এরপর সকাল ১১টার দিকে দর্শনা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে দর্শনার বহুল আলোচিত নাসির উদ্দীন কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্ত হন। এছাড়াও উদ্ধারকৃত ওই গরুর মাংস বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, দর্শনা পৌরসভার পিলখানায় প্রাণিসম্পদ কর্মকর্তার পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া গরু জবাই করা যাবে না। এ ধরণের অপরাধ করলে কেউ ছাড় পাবে না। স্থানীয়রা জানান, দর্শনা পৌরসভার পিলখানায় নাসির কসাইয়ের বিরুদ্ধে এ ধরণের কাজের আরও অভিযোগ আছে। তিনি প্রায় এ রকম গরু জবাই করে তা বাজারে বিক্রি করেন। এর আগেও কয়েকবার এরকম ঘটনার জন্য তাকে জেল খাটতে হয়েছে।
Leave a Reply