যাদব চন্দ্র রায়, রংপুর বিভাগীয় ব্যুরো চীফ। দিনাজপুর এনজিও নেটওয়ার্ক মিটিং ও ৫টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহনে এনজিও কোয়ালিশন ইন ডেভেলপমেন্ট (এনসিডি) নাম করনে এনজিও নেটওয়ার্ক গঠন পূর্বক সমঝোতা স্বারক স্বাক্ষর বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ৪ জানুয়ারী ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১১:৩০ ঘটিকা হতে দিন ব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিক হয় নিসকো’র প্রধান কার্যালয়, বিন্যাকুড়ী, চিরিরবন্দর, দিনাজপুর এর সভাকক্ষে। নিসকোর আয়োজনে এবং সিডিসির সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসকোর চেয়ারম্যান জনাব মো: জিকরুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিসির নির্বাহী পরিকালক যাদব চন্দ্র রায়। এনজিও যথাক্রমে, নিউ আইডিয়াল সোশ্যাল সেনসিং এন্ড ক্রিয়েটিভ অর্গ্যানাইজেশন (নিসকো), কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), ভিলেজ ইকোনমি ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশন (ভিডো), প্রিতী নারী সংগঠন, প্রত্যাশা কমিউনিটি কল্যান সংস্থা (পিসিকেএস)। উক্ত এনজিও নেটওয়ার্কের সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হলে নিউ আইডিয়াল সোশ্যাল সেনসিং এন্ড ক্রিয়েটিভ অর্গ্যানাইজেশন (নিসকো)র চেয়ারম্যান জনাব মো: জিকরুল হক এবঙ সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রাপ্ত হলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)র নির্বাহী পরিচালক জনাব যাদব চন্দ্র রায়। উক্ত নেটওয়ার্ক এ বাকী ৩টি সংস্থা সদস্য পদে অন্তর্ভূক্ত হলেন। উক্ত এনজিও নেটওয়ার্কের সার্বিক লক্ষ্য হলো: এলাকা ভিত্তিক সুবিধা বঞ্চিত ও হত দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী জনগোষ্ঠী, অন্যান্য ক্ষুদ্রজাতিস্বত্তা এবং দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তির উন্নয়ন।
Leave a Reply