স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগ শুরু করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্দিনের সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।
গত শনিবার (৩ জুন) উপজেলার ৮নং সাঁইতাড়া ইউনিয়নের (ওকড়াবাড়ি) শ্রী শ্রী রাঁধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে ওকড়াবাড়ী বাজারে উপস্থিত ভোটার ও সর্বস্তরের জনগণের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের কিছু চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।
গণসংযোগকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী মৎসজীবী লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যদানকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্দিনের সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বলেন, “গণমানুষের আস্থার প্রতীক, বঙ্গবন্ধুর আদর্শের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিতে উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে আপনাদের ভোটে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের মতামতের ভিত্তিতে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (দিনাজপুর-৪, চিরিরবন্দর ও খানসামা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে আপনাদের দ্বারে দ্বারে নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করছি”।
তিনি আরও বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ও জনবান্ধন প্রার্থীকেই নৌকা প্রতীক তুলে দিবেন জননেত্রী শেখ হাসিনা”। তাই সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই নৌকা প্রতীক নিয়ে আমি যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি। মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী”।
এসময় শ্রী জ্যোতিষ চন্দ্র রায় তার স্লোগানে বলেন “আসুন জঙ্গিবাদকে ঘৃণা করি, বাংলাদেশের উন্নয়নে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার শপথ করি”।
Leave a Reply