মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর): আজ ১১ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বীর মক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। বুধবার (১১ ডিসেম্বর) কুয়াশার চাদরে ঢাকা ও কনকনে শীত উপেক্ষা করে সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের নেতৃত্বে হিলি চেকপোস্ট জিরো পয়েন্ট থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি মুহাড়াপাড়া এলাকায় সন্মুখ সমরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সম্মুখ সমরে পুর্ষ্পমাল্য অর্পণ, দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সন্মুখ সমর চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সহ আরও অনেকে। এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন,পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা, যুগ্ম আহবায়ক মিন্নুর সজল, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply