। মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে। পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার (২২মে২০২৩) সকাল ১১টায় মিছিলটি বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপির নেতৃত্বে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়, বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়,বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা আবু সাঈদ চাঁদ কে কঠিন শাস্তির জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনজুর আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply