ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালন
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম ) প্রতিনিধি : ” তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” জাতীয় ভোটার দিবস ২০২৫ ” উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে ২ মার্চ (রবিবার) সকাল ১০:০০টায় র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান। আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, যুব উন্নয়ন সহকারি অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply