আব্দুর রাজ্জাক রাজন নিজস্ব প্রতিবেদকঃ মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা গ্রামের মাঠে টাকা দিতে অস্বকৃতি জানালে আব্দুল মালেক (৫৫) নামে একব্যক্তিকে গলা কেটে ও মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। আব্দুল মালেক একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল মালেকের ছেলে শাহিন আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, আব্দুল মালেক প্রসাব ফিরতে রাত ১টার দিকে বাহিরে বের হলে আগে থেকেই উৎপেতে থাকা চার জন দুবৃত্ত তাকে মুখে টেপ মেরে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে তার কাছে ১ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে অস্বকৃতি জানানে মুখে বিষ ঢেলে ও গলা কেটে হত্যা চেষ্টা চালায় হয়। পরে ভেবে দুবৃত্তরা চলে গেলে আব্দুল মালেক বাড়িতে পালিয়ে আসেন। বর্তমানে আহত আব্দুল মালেক যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম আব্দুর রাজ্জাক রাজন,
প্রধান কার্যালয়ঃ বগুড়া পৌরসভা এফএমও হ্যাবিন টাওয়ার চতুর্থ তলা,জ্বলেশ্বরীতলা বগুড়া,সম্পাদক-০১৭৪৯-৫২৫৫৫০ বিজ্ঞাপন -০১৭৭১-০৬৫৪৩৭ Emil-agamirdarpon@com
© All rights reserved © 2019 agamirdarpon.com