মশিয়ার রহমান টিংকু/স্টাফরিপোর্টারঃ উন্নত বীজ রোপনে অধিক ফলন ও গুণগত মানসম্পন্ন কিটনাশকের স্বল্প প্রয়োগে ভালো ফসল উৎপাদন করার লক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্যামকুড়ে সীড ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড এর আয়োজনে, এনতেজার এগ্রো কেমিকেলস্ এর সৌজন্যে প্রান্তিক লাফা চাষীদের সাথে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং শ্যামকুড় ইউপির সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্যামকুড় ইউনিয়ন সভাপতি শাহানুর আলম এর সভাপতিত্বে ও বীজ ব্যাবসায়ী নুরমোহাম্মদ এর সঞ্চালনায়-অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-সীড ওয়ার্ল্ড কোম্পানীর জীবননগর চুয়াডাঙ্গা জোনের প্রডাকশন ম্যানেজার ইনামুল হক। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-এনতেজার এগ্রো কেমিকেলস্ এর যশোর শাখার জোনাল ম্যানেজার বখতিয়ার হোসেন। মেহেরপুর জেলার বিশিষ্ট লাফা বীজ ব্যাবসায়ী হাফিজুর রহমান। এছাড়াও অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন-শ্যামকুড় ইউপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন খোকন,বিশিষ্ট ব্যাবসায়ী ইব্রাহিম বাবু, এবং আততাফ আলী’সহ স্থানীয় ইমাম,শিক্ষক,সাংবাদিক ও প্রান্তিক চাষীগন উপস্থিত ছিলেন। এসময়ে বক্তারা উন্নত বীজ বপন ও ফসলের সঠিক পরিচর্যা এবং গুনগত মানসম্পন্ন কিটনাশকের স্বল্প প্রয়োগে ফসলের অধিক ফলন সম্পর্কে চাষীদের সাথে গুরুত্ত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply