কল্যাণ রায়, ফটো সাংবাদিক, যশোর। যশোরের সতীঘাটা নতুন বাজার ব্রীজস্থ ছাগল চোর চক্রের দুই সদস্যের ছুরিকাঘাতে কামালপুর গ্রামের শাহ আলমের ছেলে ফরহাদ হোসেন (১৮) গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কামালপুর গ্রামের রফিকুল ইসলাম ফুলুর একটি ছাগল যশোর সদরের বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন আব্দুল করিমের ছেলে হৃদয় (২২) ও মৃত রুহুল আমিনের ছেলে ইমন (২৫) রিকসাযোগে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সংবাদ পেয়ে কামালপুর গ্রামের শাহ আলমের ছেলে ফরহাদ হোসেন মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে সতীঘাটা নতুন বাজারস্থ ব্রিজের উপর পৌঁছালে চোর চক্রের সদস্য ইমন তার কাছে থাকা চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের ধাওয়া করলে রামনগর হাতিপোতা নামক স্থানে জনতার হাতে ধরা পড়েন। স্থানীয় জনগণ কোতোয়ালি মডেল থানা পুলিশে খবর দিলে এস. আই আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে আসামিদ্বয়, ভিকটিম এবং সাক্ষীদেরকে থানায় নিয়ে যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Leave a Reply