শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিশপুকুর ব্রিজবাজার পাকা রাস্তা থেকে বাদলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়। ২০২২-২০২৩ অর্থবছরের টেস্ট রিলিফ-এর বিশেষ বরাদ্দের (টিআর) কাজ উদ্বোধনকালে চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সভাপতি ৩ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউল করিম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান, ৯ নম্বর ওয়ার্ড সদস্য আলেছ উদ্দিন, সংরক্ষিত ৪-৫-৬ সদস্য লাইজু বেগম, ১-২-৩ সদস্য রুমা বেগম এবং স্থানীয় গ্রামবাসী। স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদের এ কাঁচা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কটি সংস্কার হলে যান চলাচলের উপযুক্ত হবে; আমরা উপকৃত হব। তারা সড়কটির সংস্কার কাজে বেশ খুশি।
Leave a Reply