সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের জন্য কম্বল উপহার দিলেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান। তিনি রোগীদের জন্য নিজস্ব অর্থায়নে ৭০ পিস কম্বল উপহার পাঠিয়েছেন। ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক অনেক বেশী। সেবা নিতে আসা রোগীদের শীতের কষ্ট লাঘব করতে তিনি এ উদ্যোগ নেন। রবিবার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের কাছে কম্বলগুলো তুলে দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা। এসময় হাসপাতালের আরএমও ডা: আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চিকিৎসাকালীন সময়ে কম্বল পেয়ে এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply