এস এস সমির ,স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের হাতে গোনা কয়েক দিন রয়েছে। দেশটির ভোটাররা আগামী ৫ই নভেম্বর তাদের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে ভোট দিবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় বাদ পরলো না বাংলাদেশও। আজ ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে, সমর্থক নয়, ভাড়া করা কর্মীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা চালান বাংলাদেশী প্রবাসী ও আমেরিকার সিটিজেন আক্তারুজ্জামান খান। ভাড়া কর্মীদের কাছে, নির্বাচন ও নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে চাইলে। তারা ক্যামেরার সামনে আসতে ও কথা বলতে আপত্তি জানায়। এবং বলে তারা এই সম্পর্কে কিছু জানেনা। নির্বাচন: ২০২০ সালে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন। তিনি এবারও নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু গত জুলাইয়ে প্রচারণার শেষে এসে তিনি সরে দাঁড়ান ও কমলা হ্যারিসকে সমর্থন দেন।
Leave a Reply