প্রতিনিধি, সীতাকুন্ড চট্টগ্রাম।। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজীকে (৫৬) গ্রেপ্তর করেছে পুলিশ। ৮ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত সাদাকাত উল্লাহ মিয়াজি পরপর তিনবার চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজী পাড়ার গ্রামের মৃত মৌলভী আবুল খায়েরের পুত্র। পুলিশ জানিয়েছে,সাদাকাত উল্লাহ গত ২০২৩ সালের ২৫ এপ্রিল যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা, মামলা ও কুইজ চুরির ঘটনাসহ একাধিক মামলার আসামি। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পালাতক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে স্হানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়বকুণ্ড ইউপি’র সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্লাহ কে নগরীর পাহাড়তলী এলাকার একটি বাসায় থেকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
Leave a Reply