মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কেটে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে ।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ মাসুম আলী খান জানান ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি যখন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পার হচ্ছিল তখন মনে হয় ট্রেনের দরজায় ঝুলে থাকা যুবকটি উল্লাপাড়া রেলওয়ের ফুট ওভার ব্রীজের খুটির সাথে বারি খেয়ে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে।
তবে মৃত্যু ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। বুধবার সকালে পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে গেছে ।