
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া–সলঙ্গা সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. আকবর আলীর নেতৃত্বে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এম. আকবর আলীর আমন্ত্রণে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি’র সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎ শেষে দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply