জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি শেখ শফিকুল ইসলাম ওরফে মোক্তারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(২১ আগস্ট) দিবাগত রাতে জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় অভিযান চালিয়ে নাশতা মামলার আসামি শেখ শফিকুল ইসলাম ওরফে মোক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।