প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ – হান্ড্রেড হিরোজ ফলো-আপ

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ।।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ - হান্ড্রেড হিরোজ ফলো-আপ।
২২ জুলাই ২০২৩ শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদরে কারিতাস প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশনের শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প অফিসার রিচার্ড তাপস দাস এর সভাপতিত্বে ও শিশু শ্রম নিরসন প্রকল্পের সহায়তাকারী নয়ন পাল এর প্রাণবন্ত সঞ্চালনায় শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ - হান্ড্রেড হিরোজ ফলো-আপ এর কার্যক্রম শুরু করা হয়।
কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রকল্প সংশ্লিষ্ট ১০০ জন শিশু ফোরাম ও যুব ফোরাম সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে হান্ড্রেড হিরোজ ফলোআপ এর অংশ হিসেবে ১০টি গ্রুপ যেমন সোশ্যাল একটিভিটিস্ট, পাবলিক স্পিকার, পোয়েট্রি, রাইটার, উদ্যোক্তা গ্রুপ, ফটোগ্রাফি গ্রুপ, অ্যাক্টর গ্রুপ, পেইন্টার গ্রুপ, মিউজিশিয়ান গ্রুপ, গ্রাফিক্স ডিজাইন গ্রুপ এর শিশু ও যুব সদস্যবৃন্দ নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন।
উক্ত গ্রুপ সমূহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ম এলাকায় শিশু শ্রম ও যুব ফোরাম এর সদস্যবৃন্দ শিশু শ্রম নিরসনে ও শিশু শ্রমিকদের স্কুলমুখী করণে সহায়ক ভূমিকা পালন করছেন। কার্যক্রম সহভাগীতা করার পর সকল গ্রুপসমূহ নিজ নিজ কার্যক্রম উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© All rights reserved © 2019 agamirdarpon.com