মোঃ নাসির উদ্দিন (জুয়েল), বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেছেন, অনিয়ম বা গোষ্ঠীগত প্রভাব খাটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি রাজনৈতিক নেতা কিংবা সংবাদকর্মী—যেই হোন না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ বার্তা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। সভায় বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিএনপির সভাপতি খলিলুর রহমান, জামায়াতের আমির মাও. জালাল আহম্মেদ, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, সাংবাদিক কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান খান, শহীদ জসীম উদ্দিনের স্ত্রী রুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ, সাজ্জাদুল ইসলাম দুর্জয় প্রমুখ। জেলা প্রশাসক বলেন, “দুমকির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সবাই পরিবারের মতো কাজ করছেন, আমি আপনাদের সহযোগিতা করব।” সভা শেষে তিনি ইউনিয়ন ভূমি অফিস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।