
। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার সুনামধন্য ও ঐতিহ্য বাহী ” নজিপুর সরকারি ডিগ্রী কলেজ “- এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যর মোঃ ময়েজউদ্দিন আহমেদ “- এর ১ ম জানাজা নামাজ তাঁরই প্রতিষ্ঠিত কলেজ মাঠে বুধবার ১৪/০১/২৬ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নওগাঁ – ২ এর এম পি প্রার্থী জামায়াতের ইন্জিনিয়ার এনামুল হক। এসময় স্যরের ঘনিষ্ঠ ও ষ্ঠাফ প্রফেসর আবুল হায়াত ইসমাইল হোসেন প্রতিষ্ঠান তৈরি করা কালীন সময়ের বিভিন্ন ঘটনাবলীর স্মৃতি চারন করেন। এরপর স্যরের ২য় জানাজা হবে বাদ আছর ছোটমাহারন্দি গ্রামে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে। নজিপুরে যখন সুশিক্ষার আলো ঠিক মতো পৌঁছাতে পারে নি,তখন হতে তিনি এখানে বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে ছাত্র ছাত্রী সংগ্রহ করতেন।অনেক প্রবীন ব্যক্তি স্যরের মৃত্যু কে আলোবর্তিকার যবনিকা বলে মনে করছেন।
Leave a Reply