1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় গরীব- দূখীদের মাঝে অল্প দামে চাল বিতরণ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

নওগাঁয় গরীব- দূখীদের মাঝে অল্প দামে চাল বিতরণ

  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁয় গরীব- দূখী ও অসহায় জনগোষ্ঠীদের নিয়মিত পুষ্টির চাহিদা পূরণের লক্ষে পুষ্টিকর চাল বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার প্রথমেই গত সোমবার সকালে রাণীনগর উপজেলার মাস্টারপাড়ায়” খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়” — প্রতি জন কার্ডধারীকে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। তৎসঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন প্রমুখ। প্রকাশ থাকে যে, , এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি ৬, বি ১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুণ সমৃদ্ধ বিশেষ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে।  বছরের ছয় মাস এই চাল বিতরণ করা হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই চাল পেয়ে উপকৃত হচ্ছেনসমাজের অবহেলিত হতদরিদ্র খেটে খাওয়া জনতা। প্রতি মাসে এই চাল বিতরণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ১৬টি পয়েন্টে নতুনভাবে এই চাল বিতরণ কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে।  উপজেলার ৮ হাজার ৪৩৩ জন সুবিধাভোগীরা এই পুষ্টিকর চাল পাচ্ছেন। প্রকৃত হতদরিদ্ররা যেন এই পুষ্টিকর চাল পান সেই লক্ষ্যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত সাপেক্ষে উপজেলার ৬৪ ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া ২২৩ কার্ডধারীদের বিরুদ্ধে চাল নিয়ে খোলাবাজারে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তদন্ত চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে চাল বিতরণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলায় যেন কোনো স্বচ্ছল ব্যক্তি তথ্য গোপন রেখে এই সুবিধা নিতে না পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ একযোগে কাজ করছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST