
শান্তি আক্তার, নওগাঁ সংবাদদাতা :
নওগাঁয় বিভিন্ন দাবীতে প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর থানাধীন মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বিকেলে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও গানের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক নিয়োগে অনিয়ম ও অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও গান-ব্যানারের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। অংশগ্রহণকারীরা জানান, গানের মাধ্যমে প্রতিবাদের বার্তা ছড়িয়ে জনগণের মধ্যে শিক্ষাব্যবস্থা নিয়ে সচেতনতা তৈরি করাই তাদের উদ্দেশ্য।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনিয়মের অভিযোগ তদন্ত করে সুষ্ঠু, স্বচ্ছ এবং ন্যায়সংগত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ পুনর্নির্ধারণের দাবি জানান তারা।
প্রতিবাদী শিক্ষক ও উপস্থিত জনতার স্লোগান
ন্যায় চাই, স্বচ্ছতা চাই, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত চাই।
Leave a Reply