
। রিজওয়ান নওগাঁ। নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যানগাড়ির চালক মেহেদী হাসান (২৯) মারা গেছেন। ট্রাকটি স্থানীয়রা আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী, পুলিশ, হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী সকলে ছেড়ে না ফেরার দেশে চলে যান। নিহত মেহেদী অত্র উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে করা হলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
Leave a Reply