
। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নী তলা উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বেলা ১০ টায় পুষ্টি গুণ বৃদ্ধির লক্ষে ২০ জন সবজি চাষিকে বিভিন্ন প্রকার সবজি বীজ ও বেড়া ঘেরানোর নেট বিতরণ করা হয়। প্রকাশ থাকে যে, সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ২০ জন সবজি চাষি কে এই সামগ্রী সমুহ প্রদান করেন। রোগব্যাধি ভরা এই পৃথিবীতে পুষ্টির চাহিদা পুরুনের জন্যই মাননীয় সরকার মহোদয়ের এই প্রয়াস।
Leave a Reply