। রিজওয়ান নওগাঁ। সম্প্রতি, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বনগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব। সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এটি। এই উৎসব উপলক্ষে বনগ্রামসহ আশপাশের আদিবাসী পল্লীগুলোতে ছিল সাজসজ্জা ও আনন্দের আমেজ উৎফুল্লতা পূর্ণ আদিবাসী তরুনী দের চঞ্চলতা। তবে নানাবিদ কারনে বর্তমানে এ উৎসব বিলুপ্তির পথে চলে গেলেও, পুরোনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও বনগ্রাম কারাম উৎসব উদযাপন কমিটি দীর্ঘ ১৩ বছর ধরে সফলতার সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। গত মঙ্গলবার বনগ্রাম স্কুল মাঠে সারাদিনব্যাপী অনুষ্ঠিত উৎসবে প্রথমেই ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংবাদিক ও চিত্রনির্মাতা আজাদুল ইসলাম আজাদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপংকর লাকড়া। আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, উপজেলা সাধারণ সম্পাদক নয়ন পাহান, উপজেলা নারী পরিষদের সভানেত্রী নীতি রানী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিত্যলাল উরাও ও মিলন লাকড়া। সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কারামের ঐতিহ্য ধরে রাখার জন্য আদিবাসী সম্প্রদায় যুগে পর যুগ ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।