
নিজস্ব প্রতিবেদক মহেশপুর:
ডিজিটাল এ যুগে ফেসবুকে ভূয়া একাউন্ট খুলে, সাংবাদিক নিয়োগের চমকপ্রদ বাহারি বিজ্ঞাপন দিয়ে, সরলমনা সাংবাদিকদের সাথে প্রতারনা করে, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দৈনিক সতর্ক বার্তার সম্পাদক(অমিদ হাসান )।
অনুসন্ধানে জানাগেছে,নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দৈনিক সতর্ক বার্তা পত্রিকার ভুয়া সম্পাদক ও চেয়ারম্যান পরিচয় দিয়ে, বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
আনুমানিক গত আগষ্ট-সেপ্টেম্বর-২০২২ তারিখ থেকে জাতীয়ভাব দৈনিক সতর্ক বার্তা পত্রিকার সম্পাদক নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সারাদেশ থেকে শতশত লোকের কাছ থেকে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
আরো জানা গেছে,বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখা মিলছে দৈনিক সতর্ক বার্তা নামের একটি পত্রিকা নিজস্ব অ্যাড চালিয়ে যাচ্ছে।
আবার প্রতিনিধি নিয়োগ করার কথাও বলছে।
প্রতিনিধিদের মাসিক ০৭ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা ও রয়েছে।
অনেকে অভিযোগ করে বলেন, দেশের সুশীল সমাজের দাবি ঐ প্রতারক দৈনিক সতর্ক বার্তা নামধারী পত্রিকার সম্পাদক যাহার মোবাইল নাম্বার(01983-116415) সহ প্রতারনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করে ভুক্তভোগীদের টাকা ফেরৎ নেওয়ার জন্য সুব্যাবস্হা করে অভিলম্বে এই ডিজিটাল প্রতারককে খুজে বের করে আইনের আওতায় আনা উচিত।
Leave a Reply