
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডে আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত সিকিউর সিটি শপিং কমপ্লেক্স কেক কাটার মধ্যে দিয়ে শুভ উদ্ভোধন করা হয়েছে। ৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসদরস্হ আলীয়া মাদ্রাসার সামনে অত্যাধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত সিকিউর সিটি শপিং কমপ্লেক্স কেক কাটার মধ্যে দিয়ে শুভ উদ্ভোধন করা হয়। এতে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রথম পর্বে জমির মালিকদের ফুল দিয়ে বরন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া,সম্পাদক রফিকুল আলম,পৌর বিএনপির সেক্রেটারী সালেহ আহমদ সলু,সাবেক কমিশনার শামসুল আলম আজাদ,রায়হান উদ্দীন,পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর ও জমির মালিক মনির উল্লাহ। অনুষ্ঠানে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন,সিকিউর সিটি দীর্ঘ ১৬ বছর যাবত মোট ৫৩ টি রেসিডেন্সিয়াল ও বানিজ্যিক প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় সফলতার সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স সিকিউর সিটি আজ থেকে শুভ উদ্ভোধন করা হলো। উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজন করা হয়েছে।
Leave a Reply