
এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।১৪জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম সভাপতির বক্তব্য,গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন বলেন একটি অবাধ,সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তাঁদের মাধ্যমে সাধারণ মানুষের ভোটার অধিকার,নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব।গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ এলাকায় ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা লুৎফুনন্নেছা বেগম এর সন্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃআলমগীর বাদশা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃতাজাম্মল হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম।অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বিহঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা,কাকলী ক্লাব,সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি,সীযুপ্রফা,চক্রবাক ক্লাব,নবীন তারা সংঘ,ইকরা, আলো মানবিক উন্নয়ন সংগঠন ও সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সহ প্রায় ত্রিশটা সংগঠনের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Leave a Reply