
সীতাকুন্ড(চট্রগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপ ইয়ার্ডে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল মরদেহ দুটি উদ্ধার করেন। ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটি গার্ড হলেন- মো..সাইফুল্লাহ ও খালেদ প্রমাণিক। তাদের দু’জনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়।তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামক জাহাজভাঙা কারখানায় সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করতেন। কে আর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, গতকাল রবিবার দুপুরে কাটিংয়ের জন্য জাহাজভাঙা কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। রবিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত কারখানায় আনা ওই স্ক্র্যাপ জাহাজের মালামাল লুটে হানা দেয়। এই সময় জাহাজ ভাঙা কারখানায় দায়িত্বরত দুই নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের উপর হামলা চালায়। এতে ডাকাতের হামলায় দুই গার্ড নিহত হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করেন। এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশ বলেন, জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply