মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জ্বল ও সাফল্যের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি চারমাথা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও দোয়া খায়ের করা হয়।পরে একটি র্যালী বের হয়ে বন্দরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অনেকে উপস্থিতি ছিলেন।
Leave a Reply