মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওে পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশে ও জেলা কমান্ড্যান্ট ঠাকুরগাঁও মহোদয়ের এর তত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ১৪ টি আনসার ভিডিপি ক্লাবে,প্রস্তাুবিত উপজেলা আভি কার্যালয়ের জমিতে,সম্প্রতি প্রদান কৃত গৃহহীনের জায়গায় ৭০ টি ফলজ,৬০ টি ঔষোধি ও ৭০ টি বনজ গাছের চারা মিলে ২০০ টি গাছের চারা রোপন করা হয়।বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মর্কতা মো:হারুন অর রশীদ,উপজেলা প্রশিক্ষক নাহিদ সুলতান,উপজেলা প্রশিক্ষিকা সনজিতা রানি রায়,ইউনিয়ন ও ওয়াডের দলনেতা-দলনেত্রি ও বিভিন্ন পদবীর আনসার কমান্ডারগণ।
এসময় উপস্থিত ছিলেন কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডার সহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ।
মোঃ হারুন রশিদ বক্তব্যে বলেন,আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আংঙিনায় বৃক্ষ রোপন করি।গাছ মানুষের পরম বন্ধু।
Leave a Reply