মোঃ মুনাইম ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,
জীবননগর টু কালীগঞ্জ হাইওয়ের হাসাদহ ইউনিয়নের পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার বকুন্ডিয়া নামক স্হানে রাস্তায় গাছ ফেলে গনডাকাতির ঘটনা ঘটে একজনকে কুপিয়ে জখম।
৩১ জুলাই রাত আনুমানিক ১.৩০ সময় একদল সশস্র ডাকাত রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে,পথচারী সহ যানবাহনের ড্রাইভারের টাকা,মোবাইল ছিনিয়ে নেয়।
এসময় মহেশপুর উপজেলার হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে,পুলিশ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
জীবননগর থেকে ঢাকায় ফেরার পথে বিশিষ্ট ব্যবসায়ী ও মাই টিভির অপরাধ বিষয়ক সাংবাদিক এস কে লিটন ডাকাতদলের কবলে পড়ে,তার গাড়িতে একাধিক কোপ মেরে ভাঙতে ব্যর্থ হয়,ড্রাইভারের বুদ্ধিমওায় গাড়ি ঘুরিয়ে পার্শ্ববর্তী ব্রাদার স এগ্রোর সামনে পৌছুলে মিলের শ্রমিকরা এগিয়ে আসলে ডাকাতদল পাশের মাঠে পালিয়ে যায়।
সাংবাদিক এসকে লিটনের নেতাকর্মীরা অভিযোগ করেন ঘটনাস্হল এসকে লিটনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান সাথী অটো রাইস মিলের অদূরে, ঘটনার কয়েক ঘন্টা আগে রাখালশাহ ওরশ উপলহ্ম্য প্রস্তুতি মিটিং এ।
কমিটিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃস্টি হয়,তিনি গ্রামবাসীকে উদ্দেশ্য করে কয়েকবার বলতে শোনা যায় আপনারা দ্রুত নিষ্পত্তি করুন,রাতে জরুরী কাজে ঢাকায় যাওয়া লাগবে।
তারা প্রশ্ন ছুড়েছে ডাকাতি নাকি এস কে লিটনকে হত্যার রাজনীতি।এস কে লিটন রক্ষা পেলেও কুপিয়েছে গাড়ী।টার্গেট কি ছিলো।
নেতাকর্মীরা বলেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আসামীদের ধরে আইনের আওতায় আনা হোক।
Leave a Reply