এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৩১জুলাই বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র্যালীত্তোর এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন।বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলাউদ্দীন। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ। ঊল্লেখ্য,সভায় বক্তারা বলেন,মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।
##
Leave a Reply