(মো ইপাজ খাঁ মিরপুর প্রতিনিধি) রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে গোলচত্বর এলাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দখলে থাকলেও দুপুর ১টার দিকে মিরপুর ১১ নম্বর এবং বিভিন্ন গলি থেকে বিক্ষোভকারীরা ১০ নম্বর দিকে এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply