মোঃ মুনাইম ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, সাম্প্রতিক আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পরে দুর্বৃত্তরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জুড়ে হামলা-নির্যাতন ও লুটপাট শুরু করেছে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার সকালে উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।পরিদর্শন শেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতন ও লুটপাট প্রতিহত করতে কঠোর বার্তা দেন। এবং ক্ষতিগ্রস্ত সকলকে সহযোগীতা করবেন বলে জানান।এসময় জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন সহ উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply