মোঃ মুনাইম ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গার জীবননগর সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এ দায়িত্বে তাদের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদের দেখা গেলেও সংখ্যায় ছিল খুবই কম। গতকাল বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা পৌর শহরের বাসস্টান্ডে সড়কের টাইগার চত্বরে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের শহর আমাদেরই যানযট মুক্ত করতে হবে। আর তাই শহরকে ভালোভাবে সাজাতে হবে। এজন্যই তারা এই কর্মসূচি অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রায় সবাইর হাতে জাতীয় পতকা ও লাঠি হাতে নিয়ে কাজ করতে দেখা যায়।অন্যদিকে ট্রাফিক কার্যক্রমে অংশ নেওয়া আনসার সদস্যরা জানান, তারা এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে খুশি। শিক্ষার্থীরাও তাদের সহায়তা করছে।
Leave a Reply