মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে নিহত আসাদুজ্জামান সূর্যের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ১ মাস ৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ সাড়ে টায় ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত আসাদুজ্জামান সূর্য বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর ছেলে। এসময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলার হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুজন (২৮) বাদী হয়ে গেলো ১৯শে আগস্ট হাকিমপুর থানায় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তসহ ২৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে যেখানে অজ্ঞাত আসামি আরো ৯০/১০০ জন করা হয়েছে।
Leave a Reply