মাহবুব হোসেন লিটু (ফুলবাড়ী) কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়, ফুলবাড়ী উপজেলা চত্বরে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কৃষিবিদ মামুনুর রহমান ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা রানী সরকার পরে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে ফুলবাড়ী শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply