
শান্তি আক্তার, নওগাঁ সাংবাদদাতা:
নওগাঁয় বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে শুক্রবার(২১ নভেম্বর) বিকেল ৫টায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব মাহবুব আল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন আলীমুল রেজা রানা এবং উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুলসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য বিল নিশ্চিতকরণ, অতিরিক্ত চার্জ আরোপ, দীর্ঘস্থায়ী লোডশেডিং, ভুল রিডিং, প্রিপেইড মিটারের নানা ত্রুটি, অযৌক্তিক ডিমান্ড চার্জ আরোপ এবং নির্ধারিত মিটার ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা কেটে নেওয়াসহ সাম্প্রতিক ভোগান্তিগুলো তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, দেশের প্রায় সব নিম্ন ও মধ্যবিত্ত পরিবারই বর্তমানে বিদ্যুতের বাড়তি বোঝার কারণে চরম চাপের মুখে পড়েছে, বিশেষ করে প্রিপেইড মিটারের অযৌক্তিক কাটাকাটি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে।
এসব সমস্যার প্রতিকার হিসেবে সভায় পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয় প্রিপেইড মিটারের অযৌক্তিক ডিমান্ড চার্জ বাতিল, নির্ধারিত মিটার ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা কাটাসহ সব অনিয়ম বন্ধ, ভুল রিডিং ও মিটারের ত্রুটি দ্রুত সমাধান, গ্রাহকের হাতে টাকা না থাকলে মানবিক বিবেচনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন না করা এবং বিদ্যুৎ বিলসহ সার্বিক সেবায় স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা।
Leave a Reply